সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাদিয়া খাতুন নামে এক তরুনীর মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।, বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের ভাড়া বাসায় ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি স্থানীয় তামীম হাসপাতালে ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ছিলেন বলে জানা যায়।, নিহত সাদিয়া সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার চৌপাকিয়া গ্রামের আব্দুল জব্বারের মেয়ে।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মাদ সইবুর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিল কারণ জানা যাবে।,

Share.

Leave A Reply

Exit mobile version