
এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ তাড়াশ উপজেলা শাখার সভাপতি এইচ এম মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বারী, প্রখ্যাত মুফাসসিরে কুরআন,বিশিষ্ট দাঈ,সাবেক সংসদ সদস্য,জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।
যৌথ এক শোক বার্তায় যুব নেতাদ্বয় বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যু বাংলাদেশর ইসলামী রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি । তাফসীর মাহফিল,দ্বীনের দাওয়াত ও প্রচার, রাজনীতি এবং সমাজ উন্নয়নে তার অবদান বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে ।
নেতাদ্বয় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান ।

