সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ টানা চার দিন কমার পর এক দিন স্থির থেকে আবারও যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বাড়তে শুরু করেছে। শুক্রবার (২৮ জুন’) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬১ মিটার। এ পয়েন্টে নদীর পানি ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ২৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২ দশমিক ৯০ মিটার)।

অন্যদিকে কাজিপুর মেঘাই পয়েন্টে পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২৪ মিটার। এ পয়েন্টে নদীর পানি ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১ দশমিক ৫৬ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)।
পাউবো সূত্র জানায়, জুন মাসের শুরুতে যমুনায় পানি বাড়তে থাকা শুরু হয়। ৩ জুন থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়লেও এক সপ্তাহ পর কমতে থাকে। এরপর ১৮ জুন থেকে আবারও দ্রুত বাড়তে থাকে যমুনার পানি। টানা পাঁচ দিন বাড়তে থাকার পর ২২ জুন থেকে কমতে শুরু করে। ২৭ জুন স্থিতিশীল থাকার পর ২৮ জুন আবারও পানি বেড়েছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী উপ-বিভাগীয় প্রকৌশলী নাজমুল হাসান পানি বাড়তে থাকার তথ্য নিশ্চিত করেন।’

Share.

Leave A Reply

Exit mobile version