জুয়েল (বেলকুচি) সিরাজগঞ্জ প্রতিনিধি: রবিবার সকাল ১০ টায় বেলকুচিতে বিএনপির  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে বেলকুচিতে বেলকুচি উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

বেলকুচি উপজেলা বিএনপির দুইটি গ্ৰুপ পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করেছে। বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম গ্ৰুপ অপরটি হলো সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল গ্ৰুপ।

আলীম খানের গ্ৰুপের বিক্ষোভ মিছিল টি বের বেলকুচি উপজেলা হাসপাতাল গেট থেকে অপর গ্ৰুপটির মিছিল বের উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে । বিএনপির বিক্ষোভ মিছিল দুটি 

বেলকুচির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাতি বাজার যাত্রী ছাউনীতে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নূরুল ইসলাম গোলাম , বেলকুচি বেলকুচি বিএনপির পৌর আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক,  

বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন , বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বেলকুচি উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম রাজীব আহসান।

আব্দুর রাজ্জাক মন্ডল গ্ৰুপে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি বিএনপির উপজেলা যুগ্ম আহ্বায়ক আঃ মান্নান প্রিন্সিপাল। মন্ডল গ্ৰুপের মিছিলের নেতৃত্ব দেন বেলকুচি পৌর বিএনপির সাবেক নেতা মোহাম্মদ আলী ভূঁইয়া।

বক্তারা তাদের বক্তব্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনার ছবি জুড়ে দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারার করছে বলে উল্লেখ করেন। তারা বলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শেখ হাসিনা ছবি লাগিয়ে তারা দেশের মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে মানুষকে বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা করছে। বক্তারা আরো বলেন সারাদেশের ন্যায় বেলকুচিতেও আওয়ামী লীগের যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে বেলকুচি উপজেলা বিএনপি প্রস্তুত আছে। যে কোন মূল্যে আওয়ামী লীগের সকল ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে জানান বিএনপির নেতারা। প্রতিবাদ মিছিল বিএনপি সহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।’

Share.

Leave A Reply

Exit mobile version